দেশে এবং বিদেশে মিল্লাতকে প্রতিনিধিত্ব করা, প্রতিটি জেলায় মিল্লাতের ছাত্রদের একত্রিত করা, পাশপাশি
কেন্দ্রীয় একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আলোকে বিন্যাস করা জরুরি হয়ে পড়েছে। সে ভাবনা থেকেই তামীরুল মিল্লাত
কামিল মাদরাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা।
বাঙ্গালী জাতিকে বিনির্মাণের স্বপ্নকে ধারণ করে পথচলা শুরু করা এ প্রতিষ্ঠান যেন শিক্ষার ক্ষেত্রে সকল দল, মত
ও পন্থীদের জন্য উন্মুক্ত হয়, পাশাপাশি সমগ্র জাতির মানসকে ধারণ করে একটি কল্যাণমূলক ধারার শুভসূচনা, এ
প্রতিষ্ঠানের মাধ্যমেই হবে ইনশাআল্লাহ। দেশ-বিদেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সুবিশাল মিল্লাত পরিবারকে একত্রিত
করে, এ প্রতিষ্ঠান জাতি গড়ার কাজে সময়োপযোগী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।