তালিকায় থাকা প্রত্যেকের একটি করে অ্যাকাউন্ট খোলা রয়েছে অ্যালামনাই পোর্টালে। তালিকায় প্রদত্ত ইমেইল ব্যবহার করে সবাই নিজ নিজ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। প্রবেশের পর সবাই নিজেদের ছবি যাচাই ও আপডেট করতে পারবেন। যারা যারা প্রবেশ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বা পাসওয়ার্ড জানেন না তারা আমাদের ইমেইলে যোগাযোগ করুন: admin@millatian . org এই ঠিকানায়।